সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন কমেছে

২৬ জানুয়ারী ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৫ জানুয়ারি) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের মতো কমেছে লেনদেনের পরিমাণ- ৯৭ কোটি ২০ লাখ টাকা। তবে বেড়েছে কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর ।

তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ১৩ দশমিক ২১ পয়েন্ট বাড়লেও  ডিএসইএস শূন্য দশমিক ৩৯ ও ডিএস-৩০  শূন্য দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। ডিএসইএক্স সাত হাজার ৩২ দশমিক ৫৭, ডিএসইএস এক হাজার ৫০৪ দশমিক ৬১ ও ডিএস-৩০ দুই হাজার ৬১৩ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে।

শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৬২টির আর বাকি ৫৩টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় এক হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকা।

মঙ্গলবার লেনদেনের শুরুতে কিছুটা উত্থানের চিত্র দেখা গেলেও পরে পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে ওঠে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের নাম- লেনদেন হয় ৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আর ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে নাম ওঠে বিডি থাই ফুড লিমিটেডের।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৫০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৯৬ দশমিক ৭৮ পয়েন্ট আর  সিএএসপিআই ৮৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৩৫ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেনে হওয়া ২৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৮টির এবং ৩১টির অপরিবর্তিত থাকে। লেনদেন হয় ২৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৫৩ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর