কৃষকের ধানে ২৭ টাকা দাম দেবে সরকার

২৩ এপ্রিল ২০২১

আগামী ২৮ এপ্রিল থেকে কৃষকের কাছে থেকে বোরো ধান কিনবে সরকার। কৃষক প্রতি কেজি ধানে দাম পাবেন ২৭ টাকা, সে হিসাবে মণ পড়ছে হাজার আশি টাকা। চলতি মৌসুমে ৬ লাখ টন ধান কেনা হবে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় আরো সিদ্ধান্ত হয়, ৭ মে থেকে চাল মিলারদের কাছে থেকে চাল কেনা হবে, সাড়ে ১১ লাখ টন। এর মধ্যে সিদ্ধ চাল কেনা হবে ১০ লাখ টন, মিলার প্রতিকেজিতে দাম পাবেন ৪০ টাকা। আতপ চাল দেড় লাখ টন কেনা হবে ৩৯ টাকা কেজি দরে। বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, খাদ্য সচিব  নাজমানারা খানুম সংযুক্ত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর