মন্তব্য
বুধবার রাতে নিউ ইয়র্ক চলে গেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি ও ছেলে আরিয়ান। সেখানে মেয়ে সুহানা খানের অ্যাপার্টমেন্টে থাকবেন তারা। শাহরুখ কন্যা সুহানা পড়াশোনা করছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। ফলে বছরের লম্বা সময় তিনি সেখানেই থাকেন।
গৌরি, আরিয়ান, সুহানা নিউইয়র্ক থাকলেও এখনো মান্নাতে অবস্থান করছেন আব্রাম খান ও শাহরুখ খান। তারা মুম্বাই ছাড়বেন কিনা এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে অনেকেই ধারণা করছেন পরিবারের সঙ্গে নিরাপদে থাকার জন্য মার্কিন মুল্লুকে যেতেও পারেন বলিউড বাদশা।