লেনদেন বেড়েছে ১০৬ কোটির বেশি টাকা

২৩ এপ্রিল ২০২১

আগের কার্যদিবসের তুলনায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১০৬ কোটির বেশি টাকা। সেই সঙ্গে সবক’টি  সুচক বাড়লেও কমেছে বাজার মুলধনের পরিমাণ। শেয়ার লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৩৫টির এবং বাকি ৭৬টির অপরিবর্তিত ছিল।

এ দিনে লেনদেন হয় ৮৮৩ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৭৭৬ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকা।সেই হিসাবে লেনদেন বেড়েছে ১০৬ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা। ২২ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৬৪টি শেয়ার এক লাখ ৫০ হাজার ২৮৭ বার হাতবদল হয় এদিন। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান পতনের চিত্র দেখা গেছে লেনদেনে।

প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৩৫ দশমিক শূন্য তিন পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক তিন দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৭ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে।আর ডিএস৩০ সূচক চার দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দুই হাজার ৮৭ দশমিক ৫৫ পয়েন্টে স্থির হয়।বাজার মূলধন ২০২ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকা কমে দাঁড়ায় চার লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর