বগুড়ার ৩ ইউনানি ও হোমিও ল্যবরেটরিজের লাইসেন্স বাতিল

২৩ এপ্রিল ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ার ৩টি ইউনানি ও হোমিও ল্যাবরেটরিজের লাইসেন্স সাময়িক বাতিল করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।  সম্প্রতি ওষুধ প্রশাসন অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- পারুল হোমিও ল্যাবরেটরি, পুনম হোমিও ল্যাবরেটরি ও কাহালু উপজেলার মেসার্স ইস্টল্যান্ড ল্যাবরেটরিজ (ইউনানি)। এর মধ্যে বিষাক্ত মদপানে ১৬ জনের মৃত্যুর ঘটনায় পারুল হোমিও ল্যাবরেটরির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎপাদন ও মান নিয়ন্ত্রণে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ না করা এবং উৎপাদন লাইসেন্স ইস্যুর শর্ত ভঙ্গের দায়ে বগুড়ার পারুল হোমিও ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এবং পুনম হোমিও ল্যাবরেটরিজের উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল করা হলো। এছাড়া ড্রাগ কন্ট্রোল আইন ১৯৮২ এর ১৫ (১) ধারা লঙ্ঘনের দায়ে বগুড়ার কাহালু উপজেলার মেসার্স ইস্টল্যান্ড ল্যাবরেটরিজের (ইউনানী) উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জানুয়ারি রাতে পুরান বগুড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে এবং শহরের কালিতলা ও ভবের বাজার এলাকায় বিষাক্ত অ্যালকোহল পানে মারা যান ছয়জন। পরবর্তী কয়েক দিনে বগুড়ার কাহালু এবং শাজাহানপুর এলাকায় আরও ১০ জনসহ ১৬ জনের মৃত্যু হয়। তবে পুলিশের পক্ষ থেকে ওই সময় বিষাক্ত মদ পানে আট ব্যক্তির মৃত্যুর কথা জানানো হয়। তখনই পুলিশি তদন্তে পারুল হোমিও ল্যাবরেটরির নাম আসে। পরবর্তীতে বিষাক্ত অ্যালকোহল পানে অসুস্থ এক ব্যক্তির ভাই পারুল হোমিও ল্যাবেরেটরিসহ তিন প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীসহ ১৬ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।

দীপক কুমার সরকার/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর