বিশ্ববাজারে বাংলাদেশের মোবাইল

২৬ জানুয়ারী ২০২২

বিশ্ববাজারে মোবাইল রপ্তানি করা শুরু করেছে বাংলাদেশ। মোবাইল প্রস্তুকারী প্রতিষ্ঠান সিম্ফনি ৩টি মডেলের ১৫ হাজার সেট নেপালে পাঠিয়েছে। ধীরে ধীরে ল্যাপটপ, ট্যাব, চার্জার, মোবাইল ব্যাটারি থেকে শুরু করে হেডফোনের মতো প্রযুক্তি পণ্যও রপ্তানি করবে তারা।

 

প্রাথমিকভাবে ৫টি দেশকে টার্গেট করা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে অন্তত ৫০ দেশ। বাংলাদেশের তৈরি মোবাইল হ্যান্ডসেট মানসম্মত হওয়ায় এরইমধ্যে নেপাল বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে।

 

এজন্য প্রতি মাসে অন্তত ১০ হাজার মোবাইল হ্যান্ডসেট বাজারজাত করা হবে বলে জানিয়েছে সিম্ফনি কর্তৃপক্ষ। নেপালের পাশাপাশি খুব শিগগিরই বাংলাদেশ থেকে উৎপাদিত সিম্ফনির মোবাইল হ্যান্ডসেট রপ্তানি করা হবে নাইজেরিয়া, সুদান, ভিয়েতনাম ও শ্রীলংকায়।

 

সিম্ফনি জানিয়েছে, বাংলাদেশ থেকে সিম্ফনি মোবাইলই প্রথম সরাসরি ব্র্যান্ড নেইম নিয়েই ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন রপ্তানি করছে। এটাকে তারা দেশের রপ্তানি খাতে নতুন এক মাইলফলক হিসেবে উল্লেখ করছে।

 

সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, সিম্ফনি মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড। বাংলাদেশ থেকে আমরা প্রতি মাসেই ১০ হাজার প্রডাক্ট নেপালের মার্কেটে রপ্তানি করবো। আমাদের ফ্যাক্টরিতে প্রতি মাসে ১০ লাখ প্রডাক্ট আমরা উৎপাদন করতে সক্ষম। এখানে প্রায় ১৩শ’ মানুষ কাজ করছেন। তারা সবাই বাংলাদেশি। কয়েক লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ উৎপাদন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর