জয়পুরহাট সংবাদাদাতা
জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রুকিন্দীপুর ঠাঠারিপাড়া গ্রামের ফসলি মাঠের মধ্যে ইউক্যালিপটাস গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
গ্রাম পুলিশ আবু বক্কর বলেন, মৃত ব্যক্তিকে কেউ চিনতে পারেনি। তার গলায় কাঠের মালা রয়েছে। এ কারণে তিনি হিন্দু ধর্মালম্বী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ফসলি মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়দের একজন ওই বাগানে লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে গ্রাম পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম জানান, লাশের পাশে মার্শাল নামে তিনটি বিষের বোতল, শার্টের পকেটে নগদ দুই হাজার ৯’শ ১০ টাকা পাওয়া গেছে। এটি আত্মহত্যা না-কি হত্যা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এমআর/এমকে