গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮৮ জন মারা গেছেন, তিন হাজার ৬২৯ জনের করোনা শনাক্ত হয়েছে; আর সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২২৫ জন করোনা রোগী।শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এখন পর্যন্ত সাত লাখ ৩৯ হাজার ৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৮৬৯ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লাখ তিন হাজার আটটি। শনাক্তের হার ১৩ দশমিক ৯৫।
গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ হয়েছে, পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৮৯৬ জনের। শনাক্তের হার ১৪। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬২ ও নারী রয়েছেন ২৬ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৫৩, চট্টগ্রামে ১৮, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে তিন জন করে এবং ময়মনসিংহে পাঁচ জন আছেন। সরকারি হাসপাতালে ৫৩ জন, বেসরকারিতে ৩৪ জন মারা গেছেন। বাকি একজনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায়।
এমকে