মন্তব্য
পৃথিবীর ২ দশমিক ৮ শতাংশ ভূপৃষ্ঠ, ১০ হাজার স্কয়ার কিলোমিটার এলাকাজুড়ে আছে, যেখানে মানুষের পদচিহ্ন খুব কম পড়েছে। এখানে কোনো প্রাণী বা উদ্ভিদ বিলুপ্ত হয়নি কিংবা বিলুপ্তির পথে পৌঁছায়নি। বাস্তুসংস্থান এখনো অক্ষত আছে। প্রাণ আর প্রকৃতি অক্ষত অবস্থায় আছে।
ফ্রন্টইয়ার্স ইন ফরেস্টস অ্যান্ড গ্লোবাল চেঞ্জ' জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
গবেষণা বলছে, পৃথিবীপৃষ্ঠের ২০ থেকে ৪০ শতাংশ এখনো তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত করেছে মানুষ। এই এলাকাগুলো হলো, পূর্ব সাইবেরিয়া, উত্তর কানাডা, আমাজনের কিছু অংশ, কঙ্গো বেসিনের উপকূলীয় বনাঞ্চল আর সাহারা মরুভূমি।
সিএনএন