মন্তব্য
পায়ের কাছে সন্তানের প্রাণহীনদেহ পড়ে আছে। আর শোকে বাকরুদ্ধ মা নির্বিকার হয়ে বসে আছেন বিদ্যুৎচালিত একটি অটোরিকশায়। সব হারিয়ে এই পৃথিবীকে বলার কোনো ভাষা তার নেই।
ভারতে সামাজিকমাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে। স্থানীয় হিন্দি পত্রিকা দৈনিক জাগরনে ছবিটি প্রথম ছাপা হয়।
দেশটির উত্তরপ্রদেশের বারাণসীর ব্যস্ত রাস্তায় এই মর্মান্তিক দৃশ্য দেখা গেছে। ২৯ বছর বয়সী সন্তান বিনীতি সিংয়ের মরদেহ নিয়ে যাচ্ছিলেন মা চন্দ্রকালা সিং। তখন তিনি ক্লান্ত-শ্রান্ত। অসহায়।