মন্তব্য
ভারতে মারাত্মক আকার ধারণ করেছে করোনার সংক্রমণ। বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। এই পরিস্থিতিতে অনেক জায়গাতেই কালোবাজারি হচ্ছে অক্সিজেনের। কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে সিলিন্ডার প্রতি ৩০ হাজার টাকায়। এর ফলে বিপাকেও পড়েছেন করোনা রোগীরা।
কিন্তু এরমধ্যেই ত্রাতা হিসেবে দেখা দিয়েছেন উত্তরপ্রদেশের হামিরপুরের এক ব্যবসায়ী। করোনা আক্রান্তদের জন্য মাত্র এক টাকায় নিজের কারখানা থেকে অক্সিজেন সিলিন্ডার ভরে দিচ্ছেন তিনি। আর তার এই কাজকে স্যালুট জানিয়েছে সবাই।
সংবাদ প্রতিদিন