নচিকেতার সুরে গাইলেন টিনা

২৪ এপ্রিল ২০২১

এবার নতুন গানের খবর দিলেন কণ্ঠশিল্পী ও উপস্থাপক টিনা রাসেল।

দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতার সুরে গাইলেন তিনি। চলছে ভিডিও নির্মাণের কাজ। জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। 

গানের বাইরে বর্তমানে উপস্থাপনা নিয়ে ব্যস্ত টিনা। নাগরিক টিভির ‘গানবাক্স’ উপস্থাপনা করছেন। বিভিন্ন অনলাইন লাইভ অনুষ্ঠান উপস্থাপনাতেও দেখা গেছে। 


মন্তব্য
জেলার খবর