১০টা-৫টা খোলা থাকবে দোকানপাট-শপিংমল

২৪ এপ্রিল ২০২১

চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত  স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে বেচা-কেনা করতে হবে সংশ্লিষ্ট সবাইকে। শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দোকাপাট-শপিংমল খোলার ও এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রসঙ্গত, করোনার বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধের মেয়াদকালে নিত্যপণ্য ও ফার্মেসী ছাড়া অন্য দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশনা দেয়া হয়। প্রথম দফায় বিধিনিষেধের মেয়াদ ১৪-২১ এপ্রিল করা হলেও পরবর্তীতে এক সপ্তাহ বাড়িয়ে ২২-২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। মেয়াদকালে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া ও গণপরিবহণসহ সবকিছুই বন্ধ রাখতে বলা হয়। তবে জরুরি সেবা, পন্যবাহী যানবাহন, ফার্মেসী, নিত্যপণ্যের দোকান ও কাঁচাবাজার এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর