বুধবার (২৬ জানুয়ারি) সকাল আটটার আগের ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৫২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর মোট আক্রান্তের মধ্যে মারা গেছেন ১৭ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৫২ জন। পরীক্ষায় ৩১ দশমিক ৬৪ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন। এর মধ্যে ২৮ হাজার ২৭৩ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ছয় জন। শনাক্তের হার ১৪ দশমিক ১২। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২২ লাখ ৬১ হাজার ২৫২টি।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৯ হাজার ২৭৫টি, পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৭৩টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ জন, বাকিরা নারী। বিভাগের মধ্যে ১০ জনই ঢাকার, বাকিদের মধ্যে চারজন চট্টগ্রামের আর একজন করে রয়েছে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহের। ১২ জন সরকারি হাসপাতালে, বাকিরা বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
এমকে