চিঠি লিখে টিকা ফেরত দিলো চোর!

২৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের ১৭০০ ডোজ টিকা চুরি হয় বৃহস্পতিবার। কিন্ত পরেরদিন শুক্রবার আবার ফেরত পাওয়া গেল সেই টিকা। সঙ্গে একটি চিঠিও পাওয়া গেছে।

ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ জেলায় এ ঘটনা ঘটেছে।

টিকা ফেরত দিয়ে চোরের দেয়া চিঠিতে লেখা, ‘ক্ষমা করবেন, জানতাম না এখানে করোনার ওষুধ আছে’।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর