মন্তব্য
দোকানের একজন কর্মীকে চড় মেরেছেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূতের স্ত্রী। এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন বেলজিয়ামের রাষ্ট্রদূত পিটার লেশাওয়ার।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পিটার লেশাওয়ারের স্ত্রী জিয়াং জুয়েকিউ সিউলের এক দোকানের কর্মীর গালে সপাটে চড় মারছেন। ঘটনা দেখে আরেক কর্মী এগিয়ে এলে তাকেও চড় মেরে দেন তিনি।
রাষ্ট্রদূত পিটার লেশাওয়ার বিবৃতিতে জানিয়েছেন, তিনি আন্তরিকভাবে দুঃখিত। স্ত্রীর পক্ষ থেকে ক্ষমাও চেয়েছেন। যে পরিস্থিতিই হোক না কেন, যেভাবে তার স্ত্রী প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা অগ্রহণযোগ্য।
বিবিসি