নড়াইল সংবাদদাতা
নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় এক স্কুলশিক্ষককে পিটিয়ে তার কাছে থাকা ১১ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকের নাম সৈয়দ মেহবাহ্ উদ্দিন (৪৬)।তিনি নড়াইল সদরের এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন। মেহবাহ্ উদ্দিন জানান, ঘটনার আগে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরছিলেন তিনি। পথে মহিলা সংস্থার সামনে স্থানীয় দুই ব্যক্তি তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে সাইজকাঠ দিয়ে মারধর করা হয়। মারধরের ফলে তার ডান হাটু ও পায়ের তলা গুরুতর জখম হয়েছে। এছাড়া তার মোবাইল ফোন ক্ষতিগ্রস্থ হয়েছে, পড়নের পোশাকও ছিড়ে গেছে। চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করেন। সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় বিকাল পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফরহাদ খান/এমকে