শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ইলিয়াস কাঞ্চন মুখোমুখি

০৮ জানুয়ারী ২০২২

জাতীয় চলচ্চিত্র সমিতির নির্বাচন সন্নীকটে। এমাসের ২৮ তারিখেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচন করবেন সাড়া জাগানো জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। তার সাথে সাধারণ সম্পাদক পদে থাকবেন আরেক জনপ্রিয় চিত্র নায়িকা নিপুন। একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে দাঁড়াবেন অভিনেতা রিয়াজ ও ফেরদৌস।

 

গণমাধ্যমকে ইলিয়াস কাঞ্চন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করব আমি। আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। রিয়াজ, ফেরদৌস, সাইমন ও ইমনও থাকবে। তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি।

 

শোনা যাচ্ছে, ইলিয়াস কাঞ্চনের প্যানেলে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করবেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক। তাদের এ প্যানেলের বিপরীতে লড়বে গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের প্যানেল।

 

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। এছাড়া দু’জন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর