রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় হরিণের ৫টি চামড়া (ট্রফি)সহ আল-আমিন শরীফ (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিদ্যারবাহন খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়ে। আমিন শরীফ খুলনার দাকোপ উপজেলার উত্তর বানীশান্তা গ্রামের মৃত ফারুক শরীফের ছেলে। সে হরিণের চামড়া (ট্রফি) পাচারকারী চক্রের একজন সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ জানায় , হরিণের চামড়া ক্রয় বিক্রয়ের খবর পেয়ে খেয়াঘাট এলাকায় অভিযান চালায় তারা৷ তাদের উপস্থিতি টের পেয়ে চামড়া পাচারকারী চক্রের কয়েকজন কৌশলে পালিয়ে যায়, পালানোর চেষ্টাকালে আল-আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি হরিণের চামড়া (ট্রফি) ও অন্যান্য মালামাল জব্দ করা হয় ৷
র্যাব-৬’র কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন ,একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনে হরিণ শিকারের মাধ্যমে চামড়া সংগ্রহ করে আসছে। এ চক্রটির মূল হোতাসহ অন্যান্য সদস্যকে আটক করতে র্যাব অভিযান অব্যাহত রয়েছে ৷
অমিত পাল/এমকে