ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

২৪ এপ্রিল ২০২১

জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। শনিবার দুপুরের দিকে বটতলী-নদার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া ভাটাহাড় গ্রামের আজিজার রহমানের ছেলে মাহমুদুর হাসান লিমন (৩৫) ও একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ রায়হান রিফাত (২২)। তারা বগুড়ার দুপচাঁচিয়া থেকে ক্ষেতলাল হয়ে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি মুরগির খাদ্য বহনের।

ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ্ আলম জানান, ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করে থানায় রাখা হয়েছে।

মাহফুজ রহমান/এমকে

 


মন্তব্য
জেলার খবর