মন্তব্য
চীনের উহান শহরে প্রথম ধরা পড়ে মহামারি করোনাভাইরাস। এরপর ছড়িয়ে পড়েছে বিশ্বের সারা দেশে। করোনার কারণে ভারতের বেহাল দশা হয়েছে। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। শ্মশানে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।
এমন ভয়াবহ পরিস্থিতিতে ভারতবাসীদের জন্য প্রার্থনা করলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। ভারতীয়দের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। শুক্রবার নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করে তিনি এই প্রার্থনা করেন।
সেখানে শোয়েব লেখেন, ‘ভারতীয়দের জন্য প্রার্থনা করছি। আমি মনে করি, খুব শিগগির সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। ওদের সরকার এমন খারাপ পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসবে। আমরা সকলে একসাথে আছি।’