মহাকাশ স্টেশনে স্পেসএক্সের রকেট

২৫ এপ্রিল ২০২১

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল এনডেভারে চড়ে চারজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন।

এই মিশনে মোট চারজন নভোচারী গিয়েছেন। এদের মধ্যে দু’জন নাসার নভোচারী- মিশন কমান্ডার শেইন কিমব্রো (৫৩) ও পাইলট মেগান ম্যাকআর্থার (৪৯)।

বাকি দু’জনের একজন জাপানি নভোচারী আকিহিকো হোশিদে (৫২) ও মিশন বিশেষজ্ঞ ফরাসি প্রকৌশলী থমাস পেসকুয়েট (৪৩)।

এএফপি ও রয়টার্স


মন্তব্য
জেলার খবর