মন্তব্য
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল এনডেভারে চড়ে চারজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন।
এই মিশনে মোট চারজন নভোচারী গিয়েছেন। এদের মধ্যে দু’জন নাসার নভোচারী- মিশন কমান্ডার শেইন কিমব্রো (৫৩) ও পাইলট মেগান ম্যাকআর্থার (৪৯)।
বাকি দু’জনের একজন জাপানি নভোচারী আকিহিকো হোশিদে (৫২) ও মিশন বিশেষজ্ঞ ফরাসি প্রকৌশলী থমাস পেসকুয়েট (৪৩)।
এএফপি ও রয়টার্স