ট্রেনের সাথে অটোরিকশার সংঘর্ষে ৩ নারী শ্রমিক নিহত

২৬ জানুয়ারী ২০২২

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী-সৈয়দপুর রেলপথের নীলফামারীর দারোয়ানীতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সাথে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশাটির চালক ও আরো ৪ যাত্রী। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদরের সোনারায় ধনীপাড়া গ্রামের শাহেরা খাতুন (৩৫), রোমানা (৩৩) ও শেফালী (৩২)। আহতদের মধ্যে তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিরা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আমীর আলী জানান, অটোরিকশাটি লেবেল ক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান। নিহতরা উত্তরা ইপিজেডে কাজে যাচ্ছিলেন। ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি যাচ্ছিল।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, আহতদের মধ্যে দুইজন এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মহিনুল ইসলাম সুজন/এমকে


মন্তব্য
জেলার খবর