মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে উড়ে গেল কলকাতা

২৫ এপ্রিল ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েলস। 

শনিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করে কলকাতা। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান। এর ফলে টানা ২য় ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নেমে হারতে হলো কলকাতার।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ফিল্ডিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন বোলাররা। ১১ রানে শুভমন গিলকে ফেরেন রান আউট হয়ে। এরপর হাল ধরেন রানা ও ত্রিপাঠি। ত্রিপাঠি একপাশে দাঁড়িয়ে থাকলেও আরেক পাশে চলছিল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। রানা ২২, নারিন ৬ মর্গ্যান আউট হন শুণ্য রানে। এর মধ্যে কেকেআর অধিনায়ক ত্রিপাঠির সঙ্গে ভুল বোঝাবুঝিতে কোনো বল না খেলেই রান আউট হন। ত্রিপাঠিও প্যাভিলিয়নের পথ ধরেন ৩৬ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানে থামে কলকাতার ইনিংস।

এদিন দারুণ বোলিং করেছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজ। রাজস্থান টপঅর্ডারকে মূলত ভুগিয়েছেন তিনিই। শেষটা করেছেন মরিস। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট তুলে নেন এই প্রোটিয়া অলরাউন্ডার। আর ৪ ওভারে ২৩ রানে ১টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

জয়ের লক্ষে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজস্থান। ৫ রান করে বরুণের বলে আউট হন ইংরেজ ব্যাটসম্যান বাটলার। আরেক ওপেনার যশস্বী আউট হন ২২ রানে। তবে অধিনায়ক সঞ্জু ও শিবম দুবে রাজস্থান ইনিংসের হাল ধরেন। উড়ন্ত সূচনা এনেও এ জুটি বেশিক্ষণ টিকতে পারেনি। শিবম ও রাহুল তেওটিয়া যথাক্রমে ২২ ও ৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। 

বাকী কাজ সারেন অধিনায়ক সঞ্জু ও ডেভিড মিলার। সঞ্জু ৪২ ও মিলঅর ২৪ রান করে অপরাজিত ছিলেন। 

নাইট বোলারদের মধ্যে বরুণ দু'টি উইকেট এবং একটি করে উইকেট পান মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণা


মন্তব্য
জেলার খবর