রোজা রেখেই সেবায় অন্তঃসত্ত্বা নার্স

২৫ এপ্রিল ২০২১

ভারতে গর্ভে সন্তান নিয়েই মহামারি করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ন্যান্সি আয়েজা মিস্ত্রি নামের এক নার্স। 

প্রথমত চার মাসের অন্তঃসত্ত্বা, তারপর দিনভর রোজা—দুর্বল শরীরে যে সংক্রমণের শঙ্কা বেশি, তা ভাল করেই জানেন সুরাটের কোভিড কেয়ার ইউনিটের নার্স ন্যান্সি।

কিন্তু সে সব ছাপিয়ে গিয়েছে আয়েজা গুজরাটের সুরাটের কোভিড-১৯ কেয়ার ইউনিটে কর্মরত নার্সের কর্তব্যপরায়ণতা, রোগীর প্রতি দায়িত্ববোধ।

আনন্দবাজারপত্রিকা


মন্তব্য
জেলার খবর