গত জাতীয় সংসদ নির্বাচন ও সংসদের বৈধতা নিয়ে কোনও কথা বিএনপির মুখে মানায় না বলেই মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন- সরকারের সমালোচনা করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখতে। জাতীয় ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টির জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার মাধ্যমে পরিশুদ্ধতার প্রয়াস নিতে। বুধবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ পরামর্শ দেন ।
ওবায়দুল কাদের জানান, আয়নায় জাতির কপালে কলঙ্কের তিলক এঁকে দেওয়ার জন্য নিজেদের কুৎসিত প্রতিবিম্ব দেখতে পাবেন বিএনপি নেতারা। তারা কথায় কথায় ২০১৮ সালের নির্বাচন ও একাদশ জাতীয় সংসদ নিয়ে প্রশ্ন তোলে। অথচ বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছিল এটা। সেই নির্বাচন দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণ করেছিল। এমনকি সংসদে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিও আছে। প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সংসদ অবৈধ হলে বিএনপির সদস্যরা কীভাবে সেখানে প্রতিনিধিত্ব করছে এবং বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখছে
ওবায়দুল কাদের জানান, বিএনপির রাজনীতি দ্বিচারিতার, জন্মলগ্ন থেকেই জনবিরোধী ও ক্ষমতালিপ্সু নীতির ওপর প্রতিষ্ঠিত। সবসময় ক্ষমতা দখলের রাজনীতেই করছে তারা। ক্ষমতা ফিরে পেতে দেশ-বিদেশে বিভিন্ন ধরনের নীলনকশায় জড়িত বলেই কথায় কথায় তারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায় তারা। তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে পাতানো নির্বাচন করে না আওয়ামী লীগ । পাতানো রাজনৈতিক খেলা বিএনপির রাজনৈতিক ঐতিহ্যগত সংস্কৃতি।
এমকে