অক্সিজেনের বিকল্প যন্ত্র

২৫ এপ্রিল ২০২১

ভারতের অনেক রাজ্যেই অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি রয়েছে। কোভিড আক্রান্তরা সময় মতো অক্সিজেন সিলিন্ডার না পাওয়ার কারণে রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন।

এই অবস্থায় উঠে আসছে একটি যন্ত্রের নাম। ‘অক্সিজেন কনসেনট্রেটর’। সিলিন্ডারের ঘাটতির মধ্যে অনেক কোভিড আক্রান্ত বাড়িতেই সাহায্য পাচ্ছেন এই যন্ত্র থেকে।

ফুসফুসের অনেক ধরনে সমস্যার উপশম হিসেবে রোগীদের এই যন্ত্র ব্যবহার করার পরমার্শ দেন চিকিৎসকরা। করোনা সংক্রমণের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। এমন রোগীদের অনেকেই উপকৃত হয়েছেন এই ‘অক্সিজেন কনসেনট্রেটর’ এর মাধ্যমে।

আনন্দবাজার পত্রিকা


মন্তব্য
জেলার খবর