পাল্লেকেলে টেস্টের ফল ড্র; অনেকটাই নিশ্চিত

২৫ এপ্রিল ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লড়ছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম টেস্টের ৪ দিন শেষ হয়েছে। তবে এখনো শেষ হয়নি শ্রীলঙ্কার প্রথম ইনিংস। অধিনায়ক দিমুথ করুনারত্নের ডাবল ও ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে তিন উইকেটে ৫১২ রান করেছে শ্রীলঙ্কা। এরআগে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে বলাই যায়, বড় কোনো অঘটন না ঘটলে এই ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে।

অধিনায়ক দিমুথ করুনারত্নের ডাবল ও ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে তিন উইকেটে ৫১২ রান করেছে শ্রীলঙ্কা। তারা এখনো ২৯ রানে পিছিয়ে আছে।  

করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের প্রথম ইনিংস টপকাতে তাদের একনও করতে হবে ২৯ রান। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ২২৯। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন।

শনিবার দিনের ১৩তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১১তম ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন করুনারত্নে। আধিপত্য বিস্তার করে খেলছিলেন ধনাঞ্জয়া। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিতে মোটেও বেগ পেতে হয়নি তাকে। তবে  সেঞ্চুরি করেও ক্ষান্ত হননি তারা। তৃতীয় সেশনেই ক্যারিয়ারের প্রথম ডাবলসেঞ্চুরি স্বাদ নেন করুনারত্নে। ৩৮৭ বল খেলে ডাবল সেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আর ধনাঞ্জয়ার দেড়শ রানের সুবাদে দলীয় স্কোর পাঁচশত স্পর্শ করে শ্রীলঙ্কা। তবে ১৪৯ ওভারের পর আলো স্বল্পতার কারণে দিনের খেলা সেখানেই শেষ হয়। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি শ্রীলঙ্কার।

বাংলাদেশের তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

 

স্কোর কার্ড:

 

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; বিশ্ব ৪/৯৬)।

 

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, থিরিমানে  ৫৮, ফার্নান্দো ২০, ম্যাথিউস ২, ধনঞ্জয়া ১৫৪*; তাসকিন ১/৯০, মিরাজ ১/১২৩, তাইজুল ১/১৩৬)।


মন্তব্য
জেলার খবর