শ্রীলংকায় মুসলিম নেতা গ্রেফতার

২৫ এপ্রিল ২০২১

সন্ত্রাসবাদের অভিযোগে শ্রীলংকার মুসলিম নেতা ও পার্লামেন্ট সদস্য রশিদ বাথুইডিনকে গ্রেফতার করা হয়েছে। 

২০১৯ সালের ইস্টার সানডে সন্ত্রাসী হামলায় যোগসাজশের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় ২৭৯ জন নিহত হয়েছিলেন।

অল সেইলন পার্টির নেতা রশিদ বিথুইডিনকে শনিবার (২৪ এপ্রিল) ভোরে ধরে নিয়ে গেছেন গোয়েন্দারা। 


মন্তব্য
জেলার খবর