মন্তব্য
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম পেসার জাহানারা আলম। প্রায়ই অসহায়-দুস্থ মানুষদের পাশে দাঁড়ান এই নারী। পবিত্র মাহে রমজানেও তার ধাাবাহিকতা বজায় রাখলেন। নিজ হাতে ইফতার বানিযে খাওয়ালেন এতিমদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সে কথা নিজেই জানালেন। ইফতার তৈরি করার তিনটি ছবি নিজের ফেসবুকে প্রেঅফাইলে পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়, নিজ হাতে ইফতারের বাটি সাজাচ্ছেন জাহানারা।
ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমি এতিমখানার জন্য ইফতার তৈরি করে ভাগ করে নিলাম। চলুন, আমাদের ক্ষমতা অনুসারে এতিম ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সমস্ত প্রার্থনা গ্রহণ করুন।