যাওয়ার সময় আমাকে প্রপোজ করলেন: কোয়েল

২৫ এপ্রিল ২০২১

অনুরাগ বসুর টক শোতে হাজির হয়ে এক তরফা প্রেমের কাহিনি জানিয়েছিলেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। তিনি জানান, কলেজে কোনোদিন আমি লাভ লেটার পাননি তিনি। তবে হাইস্কুলে পড়ার সময় তার হোম টিউটর তাকে প্রপোজ করেছিল।

অভিনেত্রীর ভাষায়, ‘আমাকে ভূগোল পড়াচ্ছেন। তখন উনি বলল, তোমায় একটা কথা বলার আছে। তবে এখন না পরে বলব। আমি বললাম, না, বলুন না স্যার। আমি ভাবছিলাম হয়তো কোনো ভালো খবর আছে।

উনি চাকরির সন্ধানে ছিলেন, সেই সময়। ভাবলাম কোনো ভালো চাকরি পেয়েছেন হয়তো। এবার উনি যাওয়ার সময় আমাকে প্রপোজ করলেন। ব্যাস, আমি তো ভাবতেই পারিনি। আমার মুখ সাদা হয়ে গিয়েছিল।’


মন্তব্য
জেলার খবর