চলতি বছরের হজে বাংলাদেশের অংশগ্রহণ নির্ভর করছে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির ওপর। চুক্তি সম্পাদিত হলেই জানা যাবে- বাংলাদেশ থেকে এবার কতজন হজ পালনের সুযোগ পাবেন। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে সরকার। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের বুধবারের (২৬ জানুয়ারি) বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদকে এমন কথাই জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সংক্রান্ত প্রশ্নটি করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার বিধান নেই। তাই গত ৫ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেনি ধর্ম মন্ত্রণালয়। তিনি জানান, গত জুনে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১' গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কোনও এজেন্সির বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমকে