বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে তাপপ্রবাহ

২৫ এপ্রিল ২০২১

দেশের মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে এ তাপপ্রবাহ। শনিবার (২৪ এপ্রিল) এ কথা বলছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর আরও বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ ছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৯,  ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৫ দশমিক ২, সিলেটে ৩৪ দশমিক ২ , রাজশাহীতে ৩৬ দশমিক ৬, রংপুরে ৩৩ দশমিক ১ এবং বরিশালে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

 

এমকে


মন্তব্য
জেলার খবর