ভারতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনিস্টিটিউটে করোনার টিকা রেডি আছে। নিজেদের কেনা এ টিকা দেশ আনতে সরকারকে শক্ত স্টেপ নিতে হবে, টিকা পাঠানোর কথা জোরালোভাবে বলতে হবে ভারতকে। এমনটাই জানিয়েছেন সরকারের পক্ষে টিকা আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।
শনিবার (২৪ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। পাপন বলেন, সরকার অগ্রীম টাকা দিয়ে যে টিকা কিনে নিয়েছে, এটা আটকানোর কোনও সুযোগ নেই। অন্য দেশের সঙ্গে কী হলো তা আমাদের জানার দরকার নেই। আমরা আমাদের টাকা দিয়েছি। টাকা নিয়ে দেবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
টিকা পাওয়ার দিন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন জানান, এটা বলা খুবই কঠিন। ওরা আমাদের ৫০ লাখ পুরো রেডি করে রেখে দিয়েছে। ওরা ওদের মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্সের অনুমতির জন্য অপেক্ষা করছে। গত মাসে ৫০ লাখ পাঠানোর কথা ছিল। ওরা দিয়েছে ২০ লাখ। এ মাসে এখনও দেয়নি। তিনি বলেন, আমাদের সেকেন্ড ডোজের শর্টেজ হয়ে যাবে সামনে। এজন্য আমাদের এটা ইমিডিয়েট পেতে হবে। সেরাম ইনিস্টিটিউটের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আমাদের লিখিতভাবে জানিয়েছে- তাদের সরকার আটকে রেখেছে, ছাড়পত্র পাচ্ছে না। কাজেই আমি মনে করি আমাদের সরকারের চুপ করে থাকার কোনও কারণ নেই। সরকারকে ইমিডিয়েটলি বলা উচিত- এ ভ্যাকসিন আমি অগ্রীম টাকা দিয়ে কিনেছি। আমাদের দিতেই হবে। এটা জোরালোভাবে বলতে হবে। আনঅফিশিয়ালি, ফোনে একটু কথা বলা- এভাবে না। আমার মতে, শক্ত স্টেপ নিতে হবে।
এমকে