ঠিক উল্টো কাজ হচ্ছে উন্নয়ন পরিকল্পনায়

২৫ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে সরকার জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিপদের কথা বললেও উন্নয়ন পরিকল্পনায় ঠিক তার উল্টো কাজ করা হচ্ছে বলে মনে করছে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। বিজ্ঞপ্তিতে অবিলম্বে প্রাণ-প্রকৃতি-নদী-বন ও বিনাশী সব প্রকল্প বাতিলের পাশাপাশি বাঁশখালী হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারসহ হতাতদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ এপ্রিল শুরু হওয়া জলবায়ু সম্মেলনে জলবায়ুজনিত ক্ষতি রোধে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বনেতাদের পরামর্শ দেওয়া হয়— বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে রাখতে কার্বন নিঃসরণ হ্রাস করতে হবে, ১০০ বিলিয়ন মার্কিন ডলার তহবিলের বার্ষিক লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপায় উদ্ভাবনের পাশাপাশি জলবায়ু অর্থায়নের জন্য বিশেষ ছাড় এবং সবুজ অর্থনীতি ও কার্বন প্রশমন প্রযুক্তিগুলোর ওপর দৃষ্টি দিতে ওপর জোর দিতে হবে। অথচ দেশে সরকারের উন্নয়ন পরিকল্পনায় নদী ও বন দুটোই বিপর্যস্ত হচ্ছে। উপকূলজুড়ে মাতারবাড়ী, বাঁশখালী থেকে রামপাল, পায়রা পর্যন্ত একের পর এক কয়লা বিদ্যুৎকেদ্র করে পুরো বাংলাদেশকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প করেই সরকার ক্ষান্ত হচ্ছে না, আরও শত শত বন ও নদী বিনাশী প্রকল্প করছে সুন্দরবনকে ঘিরে। এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ দমনে সক্রিয় আছে সরকারি বিভিন্ন সংস্থা। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা অংশগ্রহণ করেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর