প্রতিবেশি দেশ ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের সব স্থল সীমান্ত বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিমান যাত্রীদের তিন দিন কোয়ারেন্টিনে থাকার সরকারের নতুন সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ভারতের পশ্চিম বাংলায় করোনার সংক্রমণটা সবচেয়ে বেশি হয়েছে। সেজন্য আমরা মনে করি, ভারতের সঙ্গে স্থল পথের যে সীমান্ত আছে, এ সীমান্তগুলো একেবারেই বন্ধ করা দরকার। বাইরে থেকে যারা আসবেন আকাশ পথে, তাদেরকে মাত্র তিন দিন কোয়ারেন্টিন করতে হবে। যেটা বিশ্বের কোথাও শোনা যায়নি।
বিএনপি মহাসচিব বলেন, এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, লকডাউনের পরে একটা সপ্তাহ সবাই বাইরে চলে গেলো, এখন আবারও বলা হচ্ছে যে, আগামী রোববার থেকে শপিংমল-দোকানপাট খুলে দেওয়া হবে। আজকের পত্রিকায় এসেছে- যারা এসব দোকানপাটে কাজ করছেন, ছোট ছোট দোকান যারা করেন, তারা সবাই বাইরে চলে গিয়েছিল, তারা আবারও ফিরতে শুরু করেছেন। ঈদের আগে তারা আবারও গ্রামের ফিরে যাবেন। ফলে কী হবে? সারা দেশেই করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাবে।
বিএনপির মহাসচিব বলেন, এ বিষয়ে আগেও বলেছি, এখনও সরকারকে বলতে চাই- এ বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার, একটা পরিকল্পিত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এতো লেজেগোবরে করে ফেলেছে, যেন এখন কোনোটাই সামাল দিতে পারছে না।
এমকে