হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পশ্চিম আগারগাঁওয়ে তার মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহমদ আবদুল কাদেরের বিরুদ্ধে সাম্প্রতিক হেফাজতের নাশকতা এবং ২০১৩ সালের ৫ মে'র সময় নাশকতায় সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। হেফাজতে ইসলামের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালনের বাইরে ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি হেফাজতে ইসলামের ১৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে ডিবি। এর মধ্যে আলোচিত-সমালোচিত হেফাজত নেতা মামুনুল হকও রয়েছেন। সম্প্রতি ঢাকায় মোদির সফর নিয়ে হেফাজতের আন্দোলনের পর থেকেই হেফাজত নেতাদের ধরপাকড় শুরু হয়। শনিবার দুপুরে অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গ্রেফতারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হেফাজতের নেতাদের যারা নাশকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলবে বলেও জানান যুগ্ন কমিশনার।
এমকে