জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটে গরু চোর সন্দেহে এক ব্যক্তির গায়ে আগুন ও জলন্ত সিগারেটের ছ্যাকা দিয়ে নির্যাতন চালানো হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে সদর উপজেলার বম্বু ধারকী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার ব্যক্তিটির নাম তোতা মিয়া (২৮)। গ্রেফতার ইউপি সদস্যের নাম রফিকুল ইসলাম (৫০), তিনি সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগে তোতা মিয়াকে বাড়ি থেকে গরু চুরির অভিযোগে কয়েকজন ডেকে নেন। পরে তাকে মাঠের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে দু’পায়ে আগুন ও হাতে সিগারেটের ছ্যাকা দিয়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে জরুরী বিভাগে রেখে সটকে পড়ে নির্যাতনকারীরা। এ ঘটনায় রোববার দুপুরের পরে ভুক্তভোগীর স্ত্রী ইউপি সদস্য রফিকুলসহ ৬ জনের নামে থানায় মামলা করেন।
জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, রফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মাহফুজ রহমান/এমকে