নড়াইলে কৃষকের মাঝে হারভেস্টার মেশিন হস্তান্তর

২৫ এপ্রিল ২০২১

নড়াইল সংবাদদাতা

স্বল্প খরচ ও সহজে বোরো ধান কাটার জন্য নড়াইলে কৃষকদের মাঝে দু’টি হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) সদর উপজেলা পরিষদ চত্বরে মেশিনের মালিকদের কাছে চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম।একেকটি হারভেস্টার মেশিন ঘণ্টায় প্রায় এক একর জমির ধান কাটতে পারে। ধান কাটা ছাড়াও এ মেশিন এক সঙ্গে  ঝাড়া ও প্যাকেজিংয়ের কাজ সম্পন্ন করতে পারে।

 

সরকার থেকে ৫০% ভর্তুকি সুবিধা নিয়ে নড়াইল সদরের তুলারামপুরের মিজানুর রহমান এবং শিমুলিয়া গ্রামের তিতাস বিশ্বাস মেশিন দু’টি কেনেন। প্রতিটি মেশিনের মূল্য প্রায় ৩১ লাখ টাকা। করোনা ভাইরাসের সংকটকালে হারভেস্টার মেশিনের চাহিদা ভালো বলে জানিয়েছেন মেশিন মালিকেরা।


সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় একরপ্রতি ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ হলেও এ মেশিন দিয়ে ধানকাটাসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে একরপ্রতি খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা।  করোনাভাইরাসের কঠিন সময়ে কৃষকদের কষ্ট লাগবে প্রধানমন্ত্রী সারা দেশের কৃষকের জন্য এ উদ্যোগ নিয়েছেন।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ বছর জেলায় ৪৮ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরা ধান চাষাবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৬ হাজার ৬১০ মেট্রিক টন চাল। নড়াইলে এখন পুরোদমে বোরো ধানকাটা চলছে। ভালোও ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সহজে ঘরে ধান তুলতে পারবেন।

 

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর