স্বাস্থ্যবিধি অমান্যে ফের কঠোর লকডাউনের হুঁশিয়ারি

২৬ এপ্রিল ২০২১

করোনার বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে সরকার আরোপিত বিধিনিষেধের (‘লকডাউন’) মেয়াদ শেষে গণপরিবহন চলাচলে সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর স্বাস্থ্যবিধি অমান্য করলে আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে সরকার। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার(২৫ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন। দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শপিং মল, দোকানপাট ও বাজারে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহবান জানান মন্ত্রী কাদের।

প্রথমে ১৪-২১ এপ্রিল পর্যন্ত মেয়াদে এ বিধিনিষেধ আরোপ করা হলেও পরবর্তীতে আরও সাতদিন বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয় বিধিনিষেধের মেয়াদ। বিধিনিষেধের আওতায় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া ও গণপরিবহনসহ সবকিছু বন্ধের কথা উল্লেখ করা হয়। তবে জরুরি সেবা ও পন্যবাহি যানবাহন ও কাঁচাবাজার এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

লকডাউনের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রথমে বলেছিল লকডাউন চাই; পরে বলে লকডাউন সমাধান নয়। আবার বলছে লকডাউন পরিকল্পিত নয়। কিন্তু এখন বলছে লকডাউনের নামে নেতাকর্মীদের অত্যাচার করছে সরকার। তিনি বলেন, ক্ষণে ক্ষণে অ্যামিবার মতো অবয়ব পরিবর্তন ও ভিন্ন ভিন্ন কথা বলে বিভ্রান্তি তৈরি করা বিএনপির লক্ষ্য।

দেশে বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও নগদ সাহায্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও নগদ অর্থ যাতে বেহাতে না যায়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।যথাযথ জায়গায় যেন ত্রাণ পৌঁছে, সেদিকেও নজর দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপ-দফতর সম্পাদক সায়েম খান ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর