বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রীর সঙ্গে ঘটনাস্থলেই নিহত হয়েছেন রিকশাটির চালক। আহত হয়েছেন একজন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুর (আমতলা) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। হতাহত বাকিদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। পরিচয় পাওয়া একজন হলেন- শেরপুর উপজেলার চোমরপাথালিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে আনোয়ার হোসেন (৩৫)। আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, বাসটি হানিফ পরিবহনের। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। চালক ও যাত্রী মিলে ৫জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি নিজেদের হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ। বাসটি ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল।
দীপক কুমার সরকার/এমকে