আর দেয়া হবে না করোনা টিকার প্রথম ডোজ

২৬ এপ্রিল ২০২১

সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনা টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে দেওয়া হবে  দ্বিতীয় ডোজ। রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, সংক্রমণ শুরুর প্রায় এক বছর পর ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়, দেওয়া হতো প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ এপ্রিল। শুক্রবার ও অন্য সরকারি ছুটির দিনে ব্যতীত প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সরকারি হাসপাতালে টিকা দেওয়া হয়। শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। দুই ডোজ মিলিয়ে ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ ডোজ টিকা দেওয়া হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর