দুর্নীতি যে কোনো জাতির ধ্বংসের মূল কারণ : ইমরান খান

২৬ এপ্রিল ২০২১

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ক্রমবর্ধমান দুর্নীতি দেশকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির উৎখাত না করে বিশ্বের কোনো দেশই সমৃদ্ধ হতে পারে না।

কিংবদন্তি এই ক্রিকেট তারকা বলেন, সম্পদের অভাবে কোনো দেশ ধ্বংস হয় না। যুদ্ধও কোনো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে না। কিন্তু দুর্নীতি যে কোনো জাতির ধ্বংসের মূল কারণ হতে পারে। বিচার ব্যবস্থার উন্নতির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে।

ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে ২০২৩  সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছেন তিনি।  তিনি জানান, আমরা অত্যাধুনিক ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম চালু করেছি। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য এই আয়োজন, যাতে রাজনৈতিক দলগুলো ভোট জালিয়াতির অভিযোগ করতে না পারে।

এক্সপ্রেস ট্রিবিউন


মন্তব্য
জেলার খবর