মন্তব্য
জাপানে ৩৯ বছর বয়সী তাকাশি মিয়াগাওয়া একসঙ্গে ৩৫ জন তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন। আর সেই প্রেমিকাদের কাছ থেকে গিফট এবং নগদ টাকা নিতেন।
তিনি তার ৩৫ জন প্রেমিকার সঙ্গেই গভীর সম্পর্ক রাখার অভিনয় করেন। এমনকি তাদের কাছ থেকে গিফট পেতে প্রায়শই নিজের জন্মদিনের তারিখ পরিবর্তন করতেন।
তার অন্তত তিনজন প্রেমিকা পুলিশকে জানিয়েছেন, তাদের কাছে ভিন্ন ভিন্ন জন্মতারিখ বলেছেন তাকাশি। জন্মদিনের উপহার হিসেবে তিনি প্রেমিকাদের কাছ থেকে কমপক্ষে এক হাজার ডলার সমমূল্যের উপহার আদায় করেছেন। প্রেমিকাদের কাছে পণ্য বিক্রি করেও মুনাফা করেন তাকাশি।
আরটি নিউজ