মন্তব্য
শুক্রবার একটি ফার্মেসিতে গিয়ে স্ত্রীসহ টিকা নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিন করোনার ভ্যাকসিন নিতে রাজধানী অটোয়ায় একটি ফার্মেসিতে যান ট্রুডো। কাজের ফাঁকে স্ত্রী সোফিকে নিয়ে টিকা নেন তিনি।
এ সময় ছিল না কোনো নিরাপত্তা, কিংবা বাড়তি কোনো জনসমাগম। একজন সাধারণ মানুষ যেভাবে টিকা গ্রহণ করেন ঠিক সেভাবেই ছিল পুরো বিষয়টি। প্রধানমন্ত্রী হিসেবে মেলেনি বাড়তি কোনো আপ্যায়নও।
ট্রুডো টিকা নেওয়ার পর, তার স্ত্রীও টিকা গ্রহণ করেন। পাশাপাশি বসে দুজন নিজেদের প্রথম ডোজ নিয়েছেন। তারা ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই গ্রহণ করেছেন। পরে স্বাস্থ্যকর্মী বুঝিয়ে দেন, টিকা নিলে কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
এএফপি ও বিসিবি