আকাশ পরিষ্কার হলেই কমতে পারে তাপমাত্রা

২৬ জানুয়ারী ২০২২

ক’দিন হচ্ছে প্রায় সারা দেশেই আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবারও (২৭ জানুয়ারি) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন মেঘলা কেটে গিয়ে আকাশ পরিস্কার হওয়ার সম্ভবনা রয়েছে। আর আকাশ পরিস্কার হলেই  তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।

এদিকে বুধবার (২৬ জানুয়ারি) বিকালে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে। দুই ঘণ্টায় ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে-১১ মিলিমিটার। এছাড়া ঈশ্বরদী ও কুতুবদিয়ায় ৫; কক্সবাজার, ঢাকা ও নিকলিতে ৪ আর টাঙ্গাইলে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে যশোর আর চট্টগ্রামেও।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকড হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকা ১৭ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৫, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর