করোনামুক্ত হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী৷ এই দুই তারকার করোনা থেকে সুস্থ হওয়ার খবরটি জানিয়েছেন সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া নির্মাতা চয়নিকা চৌধুরী। শনিবার রাতে নির্মাতা চয়নিকা তার ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন৷
তিনি লেখেন, 'প্রথমেই অনেক ভালো লাগা যে সেলিম-রোজী দুজনেরই করোনা নেগেটিভ হয়েছে। অনেক চিন্তা লাগছিল তাদের জন্যে।স্পেশালি যখন রোজী মন খারাপ করে একদিন কান্না করে দিলো, সেইদিন সত্যি আমারো চোখ ভিজে গিয়েছিল৷ কারণ, আমাদের কোভিডের সময় বিছানায় শুয়ে অনেক মেধাসম্পন্ন মানুষগুলোকে হারিয়েছি।
আর দ্বিতীয়ত রোজীর কাছে আমি গ্রেটফুল।কারণ সে অত্যন্ত সততার সাথে আমাকে ফোন করে বলেছিল আমি যেন কোভিড টেষ্ট করি।
এমন মানুষই আসলে থাকা প্রয়োজন আমাদের আশেপাশে। কিন্তু দেখা যায় আমাদের আশে পাশে ভয়ংকর কিছু মানুষ থাকে যাদের জন্যে চরম ক্ষতি হয়ে যায় পরিবারে। যাই হোক এত মানুষের ভালোবাসা প্রার্থনায় তারা সুস্থ হয়েছেন। অজস্র ধন্যবাদ সবাইকে। মাস্কের কোনো বিকল্প নেই। প্লিজ সবাই মাস্ক পরবেন, হাত ধুবেন, নিয়ম মেনে চলবেন।
নিজে কোভিড ১৯ পজিটিভ হলে অন্যকে জানিয়ে তাকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। কারণ, আপনার একটু অসতর্কতা এক জীবনের কান্না, মনে রাখবেন প্লিজ।'