জুটি বাঁধলেন ইমরান-পড়শী

২৬ এপ্রিল ২০২১

প্রায় দুই বছর পর ইমরান-পড়শী দাড়ালেন ক্যামেরার সামনে- প্রেমিক-প্রেমিকার বেশে। তাদেরই গাওয়া নতুন গানের ভিডিওতে মডেল হয়েছেন।

গানের নাম ‘এক দেখায়’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর ‍ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা।


মন্তব্য
জেলার খবর