আমেরিকার কাছে অর্থ ফেরত চেয়ে আফগান নারীদের বিক্ষোভ

২৭ জানুয়ারী ২০২২

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার আমেরিকার কাছে দেশটির থাকা অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ করেছে আফগানের নারীরা। হিজাব পরে তারা এ মিছিলে যোগ দেন।

 

মিছিলে অংশগ্রহণকারী নারীরা এ সময় তালেবান ও হিজাবের সমর্থনে শ্লোগান দেন। আফগানিস্তানের অর্থ-সম্পদ আটকে না রেখে তা ফেরত দিতে আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকায় থাকা আফগানিস্তানের বিপুল পরিমাণ অর্থ আটকে দিয়েছে সেদেশের সরকার।

 

আফগান বার্তাসংস্থা 'আভা' জানিয়েছে, আফগান নারীরা রাজপথে সমবেত হয়ে বলেছেন, তারা তালেবানি শাসন ও ইসলামী পর্দা প্রথাকে সম্মান করেন।

 

মিছিলে অংশগ্রহণকারী মরিয়ম জিয়াউল হক নামের এক নারী বলেছেন, তালেবান ধর্মের ভিত্তিতে আইন প্রণয়ন করেছে। কিন্তু কিছু মানুষ পাশ্চাত্যের সহযোগিতায় এই আইনকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

শাকিলা নামের আরেক নারী বলেছেন, যারা হিজারের বিরোধী তারা কখনোই আফগান নারীদের প্রকৃত প্রতিনিধি হতে পারে না।

 

আরআই


মন্তব্য
জেলার খবর