পাবলিক টয়লেটে ছড়ায় করোনা

২৬ এপ্রিল ২০২১

কমোড ফ্লাস করার ২০ সেকেন্ড বা তারও বেশি সময় পর্যন্ত ৫ ফুট উঁচুতে ভেসে বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। গবেষকদের পরীক্ষা-নিরীক্ষায় এ ভয়ানক তথ্য উঠে এসেছে।

ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

তারা একটি পাবলিক রেস্টরুমের একটি টয়লেট এবং ইউরেনাল উভয়ই ফ্লাশ দিয়ে পরীক্ষা করেছেন।

আবদ্ধ জায়গায়ই সংক্রমণ বেশি ছড়ায়। মল-মূত্র-বমি এবং জমা পানি থেকে বিপুল পরিমাণে ভাইরাস ছড়ায় ।

ওয়েব এমডি ও নিউজ ১৮


মন্তব্য
জেলার খবর